মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

এবার ঘরের মধ্যে করোনা শনাক্ত করবে সেন্সর

পৃথিবীকে দেড় বছরের মধ্যে তছনছ করে দিয়েছে কভিড। এর হাত থেকে বাঁচতে কতো কিছুই করছে বিশেষজ্ঞ, বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগ থেকে আপতত রক্ষার উপায় হলো কভিড আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকা। কিন্তু আমাদের মাঝে মধ্যে ভিড়ে ঢুকতেই হয়। কিন্ত সেই ভিড়ের মধ্যে কারোর শরীরে করোনা লুকিয়ে রয়েছে কিনা বুঝবেন কিভাবে? ভাবছেন তো, এ আবার হয় নাকি।  হ্যা, হয়। চাইলে ঘরের মধ্যে যে জমায়েত হয়েছে, সেখানে কোনো ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা জেনে নিতে পারেন। সেটা করে দখাতে পারে একটি সেন্সর। যে সেন্সর তৈরি করে ফেলেছে রোবোসায়েন্টিফিক সংস্থা। রোবোসায়েন্টিফিক সংস্থার মতে, এই নির্ভুল সেন্সরটি ঘরে করোনা আক্রান্ত থাকলে ১৫ মিনিটের মধ্যেই তা জানিয়ে দেবে। করোনা শনাক্ত হতেই বেজে উঠবে অ্যালার্ম।  সংস্থার এও দাবি যে, মেশিনটি ৯৮ থেকে ১০০ শতাংশ সঠিক তথ্যই দিয়ে থাকে। শুধু বদ্ধ ঘরে নয়, বিমানেও এই সেন্সর ব্যবহার করা যেতে পারে। করোনাকালে সেক্ষেত্রে আরেকটু নিরাপদে ভ্রমণ করতে পারবেন বিমান আরোহীরা। গবেষকদের দাবি, উন্নত প্রযুক্তির সেন্সরটি দেহের শ্বাস-প্রশ্বাসের প্রকার, অঙ্গভঙ্গিতে পরিবর্তন যদি দেখে তখনই অ্যালার্ম বাজাবে।

সর্বশেষ খবর