শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

আসছে মন পড়তে পারা হেলমেট

আসছে মন পড়তে পারা হেলমেট

তৈরি হয়েছে এক অভিনব হেলমেট। যা পরলে সেই ব্যক্তির মনে কী চলছে তা জানা যাবে। এই হেলমেটটি তৈরি করেছে কার্নেল নামক এক সংস্থা। আমেরিকাতে আর কয়েকদিন পর থেকেই বিক্রি করা হবে এই হেলমেট। এর দাম পড়বে ৫০ হাজার ডলার বা ৪২ লাখ টাকা। জানা গিয়েছে এই হেলমেটটির ওজন দুই পাউন্ডের কাছাকাছি। তার মধ্যেই একগুচ্ছ সেন্সর এবং ইলেকট্রনিক তার রয়েছে তাতে। মস্তিষ্কের রক্ত সঞ্চালন এবং ইলেক্ট্রিক ইম্পালস খতিয়ে দেখে এই যন্ত্রটি কাজ করবে। হেলমেট প্রস্তুতকারক সংস্থার দাবি, মস্তিষ্কের বয়স বৃদ্ধি, মানসিক ব্যাধি বা সমস্যা, স্ট্রোক এবং বিভিন্ন মেন্টাল ডিসঅর্ডার বা মেটাফিজিক্যাল অভিজ্ঞতার পিছনে কী যুক্তি রয়েছে, তা বোঝার চেষ্টা করা যাবে এই হেলমেটের ব্যবহার করে। এই হেলমেট তৈরি করতে ৫ বছরের বেশি সময় লেগেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের গ্রাহকরা হাতে পেতে যাচ্ছেন এই হেলমেট।

 যে কেউ এই হেলমেট পরে ঘুরে বেড়াতে পারবে। তিনি বলছেন ২০৩০ সাল নাগাদ তারা এই হেলমেটের দাম একটা স্মার্টফোনের দামে নামিয়ে আনতে চান। ব্রায়ান জনসন আবরও জানান, এই হেলমেট ব্যবহারকারীরা তাদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্বের সঙ্গে নিতে পারবে, এমনকি রাজনৈতিক মেরুকরণের মূল কারণও জানতে পারবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর