শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

কাশ্মীরে বিদ্রোহীদের হামলায় নিহত ভারতীয় সেনা

ভারতের কাশ্মীরের পুলওয়ামায় গতকাল ভারতীয় সেনা এবং বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়া ভারতে জম্মু-কাশ্মীরের সীমান্ত পেরিয়ে আবারও ড্রোন ঢুকে পড়ার দাবি করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো। আনন্দবাজার জানায়, গতকাল সকালে পুলওয়ামার রাজপোরা এলাকার হনজন গ্রামে তল্লাশি অভিযানের সময় হঠাৎ বিদ্রোহীদের হামলার মুখে পড়ে ভারতীয় সেনার একটি দল। এ সময় অতর্কিত গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হন। এরপর দেশটির আধা-সামরিক বাহিনী সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে পুরো এলাকা ঘিরে অভিযানে নামে। এদিকে ভোরে অরনিয়া সেক্টরে একটি ড্রোন ঢুকে পড়ে। খুবই নিচু দিয়ে উড়ছিল সেটি। টহলদার বিএসএফ সদস্যদের নজরে আসায় সেটি গুলি করে নামানোর চেষ্টা করে তারা। বিএসএফের দাবি, গুলির মুখে দ্রুত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যায় সেই ড্রোন। উল্লেখ্য, পাকিস্তান সীমান্ত থেকে ১৬ কিলোমিটার দূরে জম্মুতে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে বোমা ফেলে দুটি ড্রোন। তারা পাক সীমান্ত পেরিয়ে এসেছিল বলেই প্রাথমিক তদন্তে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর