শিরোনাম
মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

‘আইএস-সম্পৃক্ত’ নারীকে ফিরিয়ে নেবে নিউজিল্যান্ড

‘আইএস-সম্পৃক্ত’ নারীকে ফিরিয়ে নেবে নিউজিল্যান্ড

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত সুহায়রা আদেন নামে এক নারীকে তার দুই সন্তানসহ তুরস্ক থেকে ফেরার অনুমতি দিতে যাচ্ছে নিউজিল্যান্ড সরকার। গতকাল দেশটির সরকারের তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দেশেরই নাগরিকত্ব ছিল সুহায়রার। কিন্তু আইএসের সঙ্গে তার সম্পৃক্ততা জানার পর অস্ট্রেলিয়া সুহায়রার নাগরিকত্ব খারিজ করে দেয়। ২০১৪ সালে আইএসে যোগ দিতে সিরিয়ায় চলে যান। আইএসের পরাজয়লগ্নে সিরিয়া থেকে তুরস্ক প্রবেশের সময় ধরা পড়েন তিনি। পরে তুরস্ক সুহায়রাকে ফিরিয়ে নিতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানায়।

সর্বশেষ খবর