রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সীমান্তে অভিবাসনপ্রত্যাশী আটকের রেকর্ড

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসনপ্রত্যাশী আটকের রেকর্ড হয়েছে। গত জুলাই মাসে ২ লাখের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে, যা বিগত ২১ বছরে সর্বোচ্চ বলে জানিয়েছে মেক্সিকো সরকার। যুক্তরাষ্ট্র কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) ২ লাখ ১২ হাজার ৬৭২ অভিবাসনপ্রত্যাশীকে আটক করে, যাদের মধ্যে কম বয়সী রয়েছে ১ হাজার ৯ জন। দিন দিন সেই সংখ্যা আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, নিজ দেশে সহিংসতা আর দারিদ্র্যের কারণে ঘর ছাড়ছেন অভিবাসনপ্রত্যাশীরা। জুলাইয়ে সর্বোচ্চ অভিবাসনপ্রত্যাশীর ডাকা বলছে, গত এপ্রিলে আটক হয়েছে ২ হাজার জন। যার কারণে মানবিক সংকটের ইস্যুটি নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাইডেন প্রশাসন।

সর্বশেষ খবর