সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৩

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। আহত প্রায় ২০ জন। নিহতরা সবাই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে। তেহরিক ই তালেবান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান দুঃখপ্রকাশ করে এই হামলার জন্য টিটিপিকে তীব্র নিন্দা করেছেন। জানা গেছে, দক্ষিণ পাকিস্তানের কোয়েটায় মিয়া ঘুন্দি এলাকায় মোটরবাইকে চেপে আসে আত্মঘাতী জঙ্গি। ওই এলাকায় রয়েছে একটি সবজি বাজার, ফলে ভিড় লেগেই থাকে। আফগানিস্তান সীমান্তের সেনা সীমান্ত চৌকির খুব কাছে এলাকাটি। এখানে সবজি বিক্রেতারা প্রায় সবাই হাজারা সম্প্রদায়ের। তাদের ভাষা ফার্সির এক শাখা হাজারাগি যা আফগানিস্তানেও চলে। প্রসঙ্গত, পাকিস্তান সরকারের কাছে বহুদিনের কাঁটা তালেবানের পাকিস্তান গোষ্ঠী। এর আগেও অনেকবার ভয়াবহ নাশকতা করেছে তারা। যদিও আফগানিস্তানের তালেবানকে সমর্থন করেছেন ইমরান।

সর্বশেষ খবর