রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

তালেবানের সঙ্গে কাজ করতে চান পুতিন!

তালেবানের সঙ্গে কাজ করতে চান পুতিন!

আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে রাশিয়ার কাজ করা প্রয়োজন বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার চীন ও রাশিয়া নেতৃত্বাধীন নিরাপত্তাসংক্রান্ত এক ভার্চুয়ালি বৈঠকে তিনি এ কথা বলেন। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের সঙ্গে কাজ করার মাধ্যমে এশিয়ায় আধিপত্য বিস্তারে দুই পরাশক্তি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের সঙ্গে যুক্ত হয়ে মধ্য এশিয়াতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে পরাজিত করতে চায় মস্কো। তাই, যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর গুরুত্বপূর্ণ এই দুই শক্তি আফগানিস্তানে নিজেদের আধিপত্য বিস্তারে এক রকম উঠে পড়েই লেগেছে। এ লক্ষ্যে রাশিয়া ও চীন ঘনিষ্ঠ দেশগুলো চলতি সপ্তাহে একাধিক বৈঠকও করেছে। সম্প্রতি তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে চীন ও রাশিয়া নেতৃত্বাধীন আট সদস্যের জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন ঝঈঙ এর বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন পুতিন। এ সময় পুতিন তালেবান সরকারের সঙ্গে রাশিয়ার কাজ করা প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর