শিরোনাম
মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাবকেও প্রাণনাশের হুমকি

ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাবকেও প্রাণনাশের হুমকি

যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ডমিনিক রাবকেও এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেসের হত্যাকান্ডের পর থেকে দেশটির এমপিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে চলছে আলোচনা। এর মধ্যেই উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাবকে ওই হুমকি দেওয়া হয়েছে। তবে এবারই প্রথম নয় এর আগে গত দুই বছরে তিনি তিনবার জীবননাশ ও অঙ্গহানির হুমকি পেয়েছেন। তাঁকে অ্যাসিড ছোড়ার হুমকিও দেওয়া হয়েছে।

গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকালে বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের জীবনের ওপর আসা হুমকির বিষয়ে খোলামেলা কথা বলেন ডমিনিক রাব। তিনি বলেন, ‘গত দুই বছরে আমাকে তিনবার হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া হুমকিতে আমার ওপর অ্যাসিড ছোড়ার কথা বলা হয়েছিল। আমি বাধ্য হয়ে পুলিশে অভিযোগ জানিয়েছি।’

গতকাল তিনি আইটিভির ‘গুড মর্নিং ব্রিটেন’ অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, রাজনীতিবিদদের অনেক জায়গায় যেতে হয়। সাধারণ মানুষের সঙ্গে মিশতে হয়। তাঁদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন। রাজনীতিবিদ ও সাধারণ মানুষের প্রতি ঘৃণা ছড়ানো ঠেকাতে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন ডমিনিক রাব। সামাজিক যোগাযোগমাধ্যমের যেসব অ্যাকাউন্ট থেকে ঘৃণা ছড়ানো হয়, প্রয়োজনে সেসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পক্ষে মত দেন তিনি।

গত শুক্রবার কনজারভেটিভ পার্টির এমপি স্যার ডেভিড অ্যামেস (৬৯) নিজ নির্বাচনী এলাকা লন্ডনের পূর্বে এসেক্সের লেই-অন-সি শহরে ছুরিকাঘাতে নিহত হন।

ওই সময় ঘটনাস্থল থেকে আলি হারবি আলি নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। ২৫ বছর বয়সী আলি হারবি সোমালীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

ডেভিড অ্যামেসের হত্যাকান্ডের পর থেকে ব্রিটিশ এমপিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার সময় যুক্তরাজ্যের এমপিদের পুলিশি নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। অন্যদিকে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার লিন্ডসে হোয়েলও এমপিদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়ার আহ্‌বান জানিয়েছেন।

ডেভিড অ্যামেসের আগেও যুক্তরাজ্যের একাধিক আইনপ্রণেতা ও রাজনীতিকের ওপর হামলা হয়েছে। কয়েকজন নিহত হয়েছেন। জো কক্স নামের লেবার পার্টির এক এমপিকে ২০১৬ সালে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। তারও আগে ২০১০ সালে স্টিফেন টিমস নামের লেবার পার্টির একজন আইনপ্রণেতা ছুরিকাঘাতের শিকার হন।

সর্বশেষ খবর