বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
ভারতে কৃষক আন্দোলনের এক বছর

সংসদ অভিমুখে ট্রাক্টর মিছিল

ভারতে নরেন্দ্র মোদি সরকারের করা কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন এক বছর হতে চলল। এ অবস্থায় আগামী ২৯ নভেম্বর শুরু হবে শীতকালীন অধিবেশন। তাই কৃষকরা তাদের দাবি জানাতে এবার সংসদের পথে ট্রাক্টর মিছিল করবেন। শীতকালীন অধিবেশনের দিন থেকেই হবে এই মিছিল, এমনই জানিয়েছেন কৃষক আন্দোলনকারীরা। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সংযুক্ত কিষান মোর্চার তরফে জানানো হয়েছে, ২৯ নভেম্বর থেকেই শান্তিপূর্ণ মিছিল করবেন ৫০০ কৃষক। সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে নয়াদিল্লিতে নিজেদের অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ তাঁদের। এ ছাড়াও ২৬ নভেম্বর বিক্ষোভের বর্ষপূর্তির দিনও কৃষকদের রয়েছে বিশেষ পরিকল্পনা। সেদিন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড ও রাজস্থান থেকে কৃষকরা আসবেন নয়াদিল্লিতে। একত্রিত হবেন মহাপঞ্চায়েতে। সারা ভারতেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন তারা। মোর্চার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এসব পরিকল্পনা কেন্দ্র সরকারের ওপর চাপ বাড়ানোর জন্যই।

সর্বশেষ খবর