মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
মিয়ানমারে মার্কিন সাংবাদিক

রায় ১১ বছরের, মুক্তি পেলেন তিন দিনে

রায় ১১ বছরের, মুক্তি পেলেন তিন দিনে

মিয়ানমারের আদালত ১১ বছর কারাদন্ড দেওয়ার তিন দিনের মাথায় দেশটির কারাগার থেকে মুক্তি পেয়েছেন মার্কিন সাংবাদিক ড্যানি  ফেন্সটার। অভিবাসন আইন লঙ্ঘন, সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করা এবং বেআইনি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে গত শুক্রবার তাকে দন্ডিত করা হয়। গতকাল তার মুক্তির কথা জানিয়েছেন যে সংবাদপত্রে কাজ করতেন সেই ফ্রন্টিয়ার মিয়ানমারের প্রকাশক সোনি সোয়ে।  তবে কোন পরিস্থিতি এবং কী শর্তে দন্ডিত মার্কিন সাংবাদিক মুক্তি পেয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অনলাইন ম্যাগাজিন ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক ৩৭ বছর বয়সী ড্যানি ফেন্সটার। গত মে মাসে মিয়ানমার ত্যাগের সময় আটক হন তিনি।

গত কয়েক বছরের মধ্যে দেশটিতে দন্ড পাওয়া প্রথম কোনো পশ্চিমা সাংবাদিক তিনি।

সর্বশেষ খবর