বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পদত্যাগ করা সেই সুইডিশ প্রধানমন্ত্রী ফের নির্বাচিত

পদত্যাগ করা সেই সুইডিশ প্রধানমন্ত্রী ফের নির্বাচিত

পদত্যাগের পর আবার সুইডেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটির মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। সুইডিশ রাজার সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন অ্যান্ডারসন।

সিএনএনের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে সুইডেনের পার্লামেন্টে ভোটাভুটির মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। তবে তিনি যে জোট সরকার গড়তে চেয়েছিলেন, তা ভেঙে পড়ায় এবং প্রস্তাবিত বাজেট পাস না হওয়ায়, সেদিনই পদত্যাগ করেন তিনি। সোমবার সুইডেনের পার্লামেন্টে আবার ভোটাভুটি হয়। ১০১ জন আইনপ্রণেতা ম্যাগডালেনা অ্যান্ডারসনের পক্ষে ভোট দেন। ১৭৩ জন তার বিপক্ষে ভোট দিয়েছেন। আর ৭৫ জন ভোটদানে বিরত ছিলেন। সুইডেনের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হয় না। প্রার্থীর বিরোধিতাকারী ১৭৫ জনের বেশি না হলেই চলে। অ্যান্ডারসন এখন শুধু নিজের দল নিয়ে সংখ্যালঘু সরকার গঠন করতে চাইছেন। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। অ্যান্ডারসন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

সর্বশেষ খবর