শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

তালেবানদের ভাই ডাকলেন কারজাই

তালেবানদের ভাই ডাকলেন কারজাই

আফগানিস্তানে ২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রেসিডেন্ট হয়েছিলেন হামিদ কারজাই।

২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। এ সময় তার সরকারকে উৎখাত করতে সচেষ্ট ছিল তালেবান। আবার কারজাই সরকারও চেষ্টা চালিয়েছেন তালেবান দমনে। কিন্তু সেই কারজাই এখন তালেবান সদস্যদের ‘ভাই’ বলে সম্বোধন করছেন। পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন কারজাই। এই সাক্ষাৎকারে তিনি তালেবান সদস্যদের ‘ভাই’ সম্বোধন করেন। সাক্ষাৎকার  দেওয়ার আগে তালেবানের সঙ্গে  বৈঠকে বসেছিলেন কারজাই। তিনি বলেন, ‘আমি তালেবান সদস্যদের ভাইয়ের মতো দেখি। এ ছাড়া আফগানদেরও ভাইয়ের মতো দেখি।’ কারজাই বলেন, যখন ক্ষমতায় ছিলেন তখন তালেবান সদস্যদের ভাই বলে সম্বোধন করলে যে উদ্দেশ্য থাকত, এখনো সেই উদ্দেশ্য নিয়েই তাদের ভাই বলে সম্বোধন করেছেন তিনি। তালেবানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য   করেছেন কারজাই।

এ ছাড়া তালেবান ক্ষমতা দখলের পর যারা দেশ ছেড়েছেন, তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘এটা আমাদের দেশ। আমরা এই মাটির সন্তান। আমাদের উচিত হবে না এই মাটি ছেড়ে যাওয়া। এই  দেশের মঙ্গলের জন্য আমাদের এখানে থাকা উচিত। যারা দেশ ছেড়ে চলে  গেছেন, তাদের প্রতি আমি আহ্বান জানাই, দেশে ফিরে আসুন, দেশের মঙ্গলে কাজ করুন।’

এ ছাড়া আফগানিস্তানে সবাইকে নিয়ে, সবার কাছে গ্রহণযোগ্য একটি সরকার গঠনের ওপর জোর দিয়েছেন কারজাই। তিনি বলেন, ‘এটা আপনার দেশ। চলুন একসঙ্গে দেশ গঠনে কাজ করি। আমার সঙ্গে তালেবানের আলোচনা হয়েছে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর