শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

তুরস্ক সফর করবেন ইসরায়েলের প্রেসিডেন্ট

তুরস্ক সফর করবেন ইসরায়েলের প্রেসিডেন্ট

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজগ শিগগিরই তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা দখলকারী ইসরায়েলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের আমন্ত্রণ পেয়েছেন- এমন খবরে অনেকেই বিস্মিত। তুরস্কের সরকার এর আগে বহুবার ফিলিস্তিনিদের অধিকার রক্ষার কথা বলেছে। পর্যবেক্ষকরা বলছেন, তুর্কি সরকার মুখে ইসরায়েলের সমালোচনা করলেও বাস্তবে দখলদারদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। 

এরদোগান ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে  ফোনালাপের পর জানান, আইজেক হারজগ তুরস্ক সফর করবেন। তুরস্কের ওপর দিয়ে ইহুদিবাদী ইসরায়েল থেকে ইউরোপে গ্যাস পাইপলাইন নির্মাণেরও প্রস্তাব দিয়েছেন এরদোগান।

সর্বশেষ খবর