শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

পাকিস্তানে জাতীয় নির্বাচনে ইভিএম বাতিলে বিল পাস

পাকিস্তানের জাতীয় পরিষদে পাস হলো নির্বাচন সংশোধনী বিল ২০২২। এর ফলে দেশটির নির্বাচনে আর ব্যবহৃত হবে না ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। এ ছাড়া দেশের বাইরে থাকা পাকিস্তানিরাও নির্বাচনে ভোট দিতে পারবে না। এ খবর দিয়েছে ডন। খবরে জানানো হয়, গতকাল পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন পার্লামেন্টারি এফেয়ার্স মন্ত্রী মুরতাজা জাভেদ আব্বাসি। এ বিলটিকে ‘ব্যাপক তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করেন আইনমন্ত্রী আজম নাজির তারার। তিনি বলেন, সাবেক পিটিআই সরকার ২০১৭ সালের নির্বাচনী আইনে কিছু সংশোধনী আনে। এর মধ্যে ছিল ইভিএম এবং বিদেশি পাকিস্তানিদের ভোট দেওয়ার সুযোগ। ২০২১ সালের নভেম্বরে জাতীয় পরিষদে এ বিল পাস করেছিল পিটিআই সরকার।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আজাদি মার্চের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদে সেনা মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান জানিয়েছেন, সংবিধান অনুসারে সেনা নামানো হয়েছে। ইমরান ঘোষণা দিয়েছেন, সরকার যতক্ষণ পর্যন্ত নির্বাচনের ঘোষণা না করছে, ততক্ষণ তিনি ও তার সমর্থকরা ডি-চকে থাকবেন এবং বিক্ষোভ দেখাবেন। গতকাল ভোরে ইমরানের কনভয় ইসলামাবাদ প্রবেশ করেছে। ইমরান তার সমর্থকদের ডি-চকে পৌঁছাতে বলেছেন। পিটিআই কর্মীদের সঙ্গে পাঞ্জাব পুলিশের সংঘর্ষ হয়েছে। দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। লাহোরে ইমরানের দলের নেতা-কর্মীদের গাড়ি আক্রান্ত হয়েছে।

সর্বশেষ খবর