রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

১০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি

১০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি

ব্লকচেন ব্রিজ হরাইজন থেকে ১০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে হ্যাকাররা। তবে এখনো এ হ্যাক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। হরাইজন তৈরি করা ডেভেলপার কোম্পানি হারমনি জানিয়েছে, বুধবার সকালে এ হ্যাকের বিষয়ে জানতে পারেন তারা। এরই মধ্যে হ্যাকের সঙ্গে যুক্ত সন্দেহে একটি অ্যাকাউন্টকে শনাক্ত করতে পেরেছেন। খবর, সিএনবিসি। বুধবার এক টুইটে হারমনি জানিয়েছে, তারা হ্যাকারদের ধরতে বিশেষজ্ঞদের সঙ্গে মিলে কাজ করছেন। পরে আলাদা আরেক টুইটে তারা জানান, তদন্তে যুক্ত হয়েছে এফবিআই। মূলত একটি ব্লকচেন থেকে আরেকটিতে অর্থ প্রবাহিত করতে কাজ করে ব্লকচেন ব্রিজ। হরাইজনের ইথারিয়াম ক্রিপ্টোকারেন্সির ব্রিজে চুরি হলেও বিটকয়েনের ব্রিজ সুরক্ষিত আছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ খবর