মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

ভারতে ৪ হাজার বছর আগের অস্ত্র

ভারতে ৪ হাজার বছর আগের অস্ত্র

ভারতে সন্ধান মিলল ৪ হাজার বছর আগের অস্ত্রের। আর সেগুলো তামার তৈরি। দেশটির উত্তরপ্রদেশে জমি খোঁড়ার সময় সেখানকার এক কৃষক এ প্রাচীন অস্ত্রের সন্ধান পান। কারা এ অস্ত্রগুলো ব্যবহার করত তা জানতে এখন গবেষণা চলছে। হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের মণিপুর জেলায় এক কৃষক জমি চাষ করার সময় এ অস্ত্রগুলো পান। জমি সমান করার সময় তার কোদালে যেন কিছু ঠেকতে থাকে। এরপরই তিনি আরও খোঁড়াখুঁড়ি করেন। তখনই এ তলোয়ারসহ অনেক বল্লম পাওয়া যায়। যদিও তিনি প্রথমে ভেবেছিলেন এগুলো সোনা বা রূপার তৈরি হতে পারে। তাই তিনি সেগুলো নিজের বাড়িতে নিয়ে গিয়ে লুকিয়ে ফেলেন। পরে বিষয়টি  জানাজানি হলে পুলিশ সেগুলো উদ্ধার করে। জিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার প্রতিনিধিরা জানান, এগুলো তাম্র যুগের অস্ত্র বলে মনে করা হচ্ছে। প্রায় ৪ হাজার বছরের পুরনো। এগুলো চালকোলিথিক যুগের বলে মনে করা হচ্ছে। কিছু মাটির পাত্রও পাওয়া গেছে।

কিন্তু এখানেই কেন এত অস্ত্র পাওয়া গেল তা এখনো জানা যায়নি। যদিও প্রত্নতত্ত্ববিদ রাজ কুমার জানিয়েছেন, এ অস্ত্র প্রমাণ করছে সে যুগের মানুষ নিজেদের মধ্যে লড়াই করত।

সর্বশেষ খবর