মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

উজবেকিস্তানের কারাকালপাকস্তানে বিক্ষোভে নিহত ১৮

উজবেকিস্তানের স্বায়ত্তশাসিত কারাকালপাকস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪৩ জন। উজবেকিস্তানের সংবিধানের একটি অনুচ্ছেদে কারাকালপাকস্তান অঞ্চলটিকে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। অঞ্চলটিকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার দেওয়া হয়েছে ওই অনুচ্ছেদে। সম্প্রতি উজবেকিস্তান সরকার সংবিধানের এ অনুচ্ছেদটি বাতিলের পরিকল্পনা করে। অর্থাৎ প্রদেশটির স্বায়ত্তশাসন হ্রাস করার পরিকল্পনা করে। যা নিয়ে গত সপ্তাহে অস্থিরতা শুরু হয়। ওই পরিকল্পনার বিরুদ্ধে গত শুক্রবার প্রাদেশিক রাজধানী নুকুসে বিক্ষোভ শুরু করেন কারাকালপাকস্তানের মানুষ।

এ নিয়ে চলতি বছর মধ্য এশিয়ায় অস্থিরতার দ্বিতীয় ঘটনা ঘটল। এর আগে জানুয়ারিতে কাজাখস্তানে ব্যাপক বিক্ষোভ হয়েছিল; শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষকে সহায়তায় রাশিয়া ও অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র তখন দেশটিতে সেনাও পাঠিয়েছিল।

সর্বশেষ খবর