শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

গুজরাট বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা

অবশেষে ভারতের গুজরাট বিধানসভা ভোটের তফশিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল দুপুরে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, আগামী ১ এবং ৫ ডিসেম্বর দুদফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে ভোটগ্রহণ হবে। গণনা হবে ৮ ডিসেম্বর। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) উন্নয়ন প্রকল্প ঘোষণার সুযোগ করে দিতে ভোটগ্রহণের তারিখ ঘোষণা পেছানোর অভিযোগ উঠেছিল কমিশনের বিরুদ্ধে।

গুজরাটের সঙ্গে একই দিনে ফল ঘোষিত হবে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনেরও। এই রাজ্যের ভোট হবে ১২ নভেম্বর। গুজরাট বিধানসভার মোট আসন ১৮২টি। প্রথম দফায় ভোট হবে ৮৯ কেন্দ্রের, দ্বিতীয় দফায় ৯৩টির। এই রাজ্যের ভোটে এতদিন প্রতিদ্বন্দ্বিতা ছিল দ্বিমুখী। লড়াই হতো বিজেপি আর কংগ্রেসের মধ্যে। এই প্রথম রাজ্য দখলে কোমর বেঁধে নেমেছে আম আদমি পার্টি। তাই এবার লড়াই হবে ত্রিমুখী।

সর্বশেষ খবর