সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

করোনা নিয়ে জিন পিং বললেন ‘কঠিন সময়’

করোনা নিয়ে জিন পিং বললেন ‘কঠিন সময়’

নতুন বছর উপলক্ষে শনিবার করোনায় ক্ষতিগ্রস্ত নাগরিকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তিনি স্বীকার করেছেন চীনে কভিড ঢেউ নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং এটির বিরুদ্ধে লড়াই করা একটি কঠিন চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, ‘অসাধারণ প্রচেষ্টার মাধ্যমে আমরা অভূতপূর্ব অসুবিধা এবং চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠেছি। এটি কারও জন্য সহজ যাত্রা ছিল না।’ গত কয়েকদিনে এ নিয়ে দ্বিতীয়বার জিন পিং দেশের বর্তমান কভিড পরিস্থিতি নিয়ে ভাষণ দিয়েছেন। এদিকে বারবার আবেদনের পরে শুক্রবার চীন তার কর্মকর্তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একাধিক বিশেষজ্ঞ বলেছেন, চীনের উচিত যে কোনো তথ্য গোপন না করে বিশ্বের সঙ্গে শেয়ার করা। তথ্য গোপন করলে সমস্যা আরও বাড়বে। এ কারণে সেখানে করোনার প্রকৃত অবস্থা খুঁজে বের করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। করোনা মহামারির প্রাদুর্ভাবের পর থেকে দেশটিতে সরকারিভাবে মৃতের সংখ্যা ৫,২৪৭ জন। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ১০ লাখেরও বেশি। একই সময়ে চীনশাসিত হংকং-এ ১১ হাজারেরও বেশি মৃত্যুর খবর পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান অনুসারে, ডিসেম্বর মাসেই চীনে কভিডের কারণে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ হতে পারে। আর কমপক্ষে ১৮ কোটি মানুষ কভিডে আক্রান্ত। জানুয়ারির মাঝামাঝি সময়ে দৈনিক সংক্রমণ ৩০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

সর্বশেষ খবর