সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দায়িত্ব হস্তান্তর না করেই ছেড়ে পালালেন বলসোনারো

দায়িত্ব হস্তান্তর না করেই ছেড়ে পালালেন বলসোনারো

ব্রাজিলের নির্বাচনে সব হিসাব পালটে জয়ী হয়েছেন বামপন্থি নেতা লুলা দা সিলভা। তার পরেই একাধিকবার এ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন সাবেক প্রেসিডেন্ট বলসোনারো। এবার প্রথা ভেঙে নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান কার্যত বয়কট করলেন তিনি। নতুন বছরের প্রথম দিনে শপথ নেন লুলা। কিন্তু প্রথা মেনে তাকে দায়িত্ব হস্তান্তর না করে বলসোনারো যুক্তরাষ্ট্র চলে গেছেন। অনেকে বলছেন, তিনি আসলে শুক্রবারে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। তবে যাওয়ার আগে বলসোনারো তার সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, একটা লড়াইয়ে হেরে গেলেও যুদ্ধ এখনো হারেননি তিনি। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কার হাত থেকে লুলাকে দায়িত্ব হস্তান্তর করা হবে? ব্রাজিলের প্রথা অনুযায়ী, নতুন প্রেসিডেন্টকে ‘প্রেসিডেন্সিয়াল স্যাশ’ পরিয়ে তার হাতে দেশের দায়িত্ব অর্পণ করেন বিদায়ী প্রেসিডেন্ট। কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানে বলসোনারো থাকলেন না। ফলে ব্রাজিলের রীতি পালন নিয়ে প্রশ্ন উঠছে।

সর্বশেষ খবর