রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেনে বড় হামলার প্রস্তুতি রাশিয়ার

যুদ্ধের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ইউক্রেনে বড় ধরনের হামলার দিকে যাচ্ছে রাশিয়া। এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপ সফর শেষে ইউক্রেনে ফেরার পর দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার তাদের এ হামলায় ইউক্রেনজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। উত্তরের বিভিন্ন এলাকায় মস্কোর দীর্ঘ-প্রতীক্ষিত আক্রমণও শুরু হওয়ার পথে বলে ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, রুশ সেনারা ইউক্রেনজুড়ে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ১২টি বিমান ও ২০টি গোলা হামলা হয়েছে। মস্কোর ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬১টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলেও ফেসবুক পোস্টে দাবি করেছে তারা। দেশটির জ্বালানিমন্ত্রী হারমান হালুশ্চেঙ্কো বলেছেন, ছয়টি অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যে কারণে ইউক্রেনের অধিকাংশ এলাকা অন্ধকারে ডুবে আছে।

সর্বশেষ খবর