সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার নতুন প্রধান হয়েছেন ইরানভিত্তিক মিসরীয় বংশোদ্ভূত কমান্ডো সাইফ আল-আদেল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে। এর মধ্য দিয়ে গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত আয়মান আল-জাওয়াহিরির স্থলাভিষিক্ত হলেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের পর্যবেক্ষণও জাতিসংঘের সঙ্গে মিলে যায়। ধারণা করা হচ্ছে, সাইফ আল-আদেল আল-কায়েদার নতুন প্রধান হয়েছেন। তিনি ইরানে অবস্থান করছেন।’ সাইফ আল-আদেলের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।