জি২০-এর সদস্য দেশগুলোর অর্থবিষয়ক শীর্ষ কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধকে কীভাবে বর্ণনা করা হবে তা নিয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি। পরিস্থিতি এমনই থাকলে গতকাল ভারতে তাদের বৈঠকও কোনো যৌথ বিবৃতি ছাড়াই শেষ হতে পারে বলে প্রতিনিধিরা আশঙ্কা করছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিনিধিরা জানান, এবারের বৈঠকে যুক্তরাষ্ট্র এবং শিল্পোন্নত সাতটি দেশের জোট জি৭-এর মিত্ররা বিবৃতিতে প্রতিবেশী দেশে আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর বিষয়টি রাখতে বদ্ধপরিকর থাকলেও রাশিয়া ও চীনের প্রতিনিধিরা এর বিরোধিতা করে যাচ্ছেন। জি২০-এর অন্যতম সদস্য রাশিয়া ইউক্রেনে তার কর্মকাণ্ডকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলছে, ‘আগ্রাসন’ বা ‘যুদ্ধ’ নয়। এমনকি আয়োজক দেশ ভারতও বিবৃতিতে ‘যুদ্ধ’ শব্দ ব্যবহার এড়াতে চাপ দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জি২০ কর্মকর্তারা। এখন জি২০-এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ভারত ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। তারা ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়াকে দায় দিতে অস্বীকৃতি জানিয়েছে, সংঘাতের কূটনৈতিক সমাধান চাইছে, পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনাও বাড়িয়ে দিয়েছে।