কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই হঠাৎ নয়াদিল্লিতে অবতরণ করলেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সাক্ষাৎ ঘিরে ইতোমধ্যেই কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
ঠিক ১৫ দিন আগে পেহেলগাম হত্যাকাণ্ড এবং তার জেরে পাকিস্তানে চালানো ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ আকস্মিক সফরকে ‘তাৎপর্যপূর্ণ’ হিসেবে দেখছেন অভিজ্ঞ কূটনৈতিক মহল। একই সময়ে ভারতের মাটিতে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবার গভীর রাতে তার দিল্লি আগমনও কূটনৈতিক বিশেষজ্ঞদের নজর এড়ায়নি। কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই সম্ভবত এ দুই দেশ সক্রিয় ভূমিকা নিতে চাইছে। একদিকে সৌদি আরবের আকস্মিক সফর এবং অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রীর গভীর রাতের আগমন এ দুটি ঘটনাই উপমহাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।