সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ‘এয়ার শো’ প্রদর্শনীর সময় একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে, হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড (হ্যাল)’-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার জন্য প্রদর্শনী উড়ান দিচ্ছিল। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। এতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
এদিকে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিহত পাইলটের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দ্বিতীয় ঘটনা। এর আগে ২০২৪ সালে রাজস্থানের পোখরানে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে একটি তেজস বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই সময় অবশ্য পাইলট দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। সূত্র : দ্য ফ্রি প্রেস জার্নাল