ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মাটি থেকে একেকজন অনুপ্রবেশকারীকে শনাক্ত করে তাদের দেশ থেকে বিতাড়িত করব। এটাই আমাদের অঙ্গীকার।
গতকাল গুজরাটের ভুজে অনুষ্ঠিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৬১তম রেইজিং ডে উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি। অনুপ্রবেশ রোধে বিএসএফের প্রশংসা করে শাহ বলেন, দেশের প্রত্যেকটা সীমান্তে বিএসএফ অনুপ্রবেশকারীদের আটকাচ্ছে। এ অনুপ্রবেশকারীদের ঠেকানোটা কেবল দেশের সুরক্ষার জন্যই জরুরি নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কলুষিত করার যে চক্রান্ত তা বানচাল করার ক্ষেত্রেও খুবই জরুরি।
তিনি বলেন, আমি আজকে এ অনুষ্ঠান থেকে স্পষ্ট করে দিতে চাই যে, আমরা এই দেশ থেকে একেকজন অনুপ্রবেশকারীকে শনাক্ত করে তাদের দেশ থেকে বিতাড়িত করব। এটাই আমাদের অঙ্গীকার। এ দেশের প্রধানমন্ত্রী বা কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে, সেটা এই দেশের নাগরিকরা ঠিক করবে। কোনো অনুপ্রবেশকারীদের অধিকার নেই আমাদের গণতন্ত্রের প্রক্রিয়াকে নষ্ট করে বা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে।