মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এরদোগানের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

এরদোগানের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

ভয়ংকর ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক এবং সিরিয়া মিলিয়ে ৫০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য দেশের অনেক মানুষ প্রেসিডেন্ট এরদোগানকে দায়ী করেছেন। দেশটির জনপ্রিয় ফুটবল ক্লাব বেসিকতস এর সমর্থকরা রবিবার একটি ফুটবল ম্যাচের আগে স্টেডিয়ামে জড়ো হয়ে সরকারের পদত্যাগ দাবি করেন। রবিবারের ম্যাচটি ছিল আন্তালায়াসপোরের বিরুদ্ধে। খেলা শুরুর সময় স্টেডিয়াম জুড়ে ‘সরকারের পদত্যাগ চাই’ স্লোগান শোনা যাচ্ছিল। তারা সরকারের ব্যর্থতাকে দায়ী করে অভিনব প্রতিবাদ জানায়। খেলা শুরুর আগে ক্লাবটি ভূমিকম্পে দুর্যোগে হতাহত শিশুদের প্রতি সহমর্মিতা জানিয়ে মাঠে বাচ্চাদের খেলনা ছুড়ে দেন। সমর্থকদের এমন আচরণের প্রতিক্রিয়ায় তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোগানের ঘনিষ্ঠ এমএইচপি পার্টির নেতা দেভলেত বাচেলি বেসিকতাস ক্লাবে নিজের সদস্যপদ প্রত্যাহার করেছেন।

সর্বশেষ খবর