শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

জঙ্গি হামলায় মৃত্যুতে দুই নম্বরে পাকিস্তান

বিশ্বব্যাপী জঙ্গি হামলায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে চলে এসেছে পাকিস্তান। সন্ত্রাসবাদী হামলায় দেশটিতে এক বছরে মৃত্যু লাফিয়ে বেড়েছে ১২০ শতাংশ। আগের বছরে যে সংখ্যা ছিল ২৯২, সেটাই ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৬৪৩-এ। অস্ট্রেলিয়ার সংস্থা ইনস্টিটিউট ফর ইকনোমিক অ্যান্ড পিসের রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। তাদের প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইনডেক্স অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় জঙ্গি হামলা ও তার জেরে মৃত্যুর পরিসংখ্যানে আফগানিস্তানকেও ছাপিয়ে গেছে পাকিস্তান। অবশ্য প্রথম স্থানটি এখনো দখল করে আছে আফগানিস্তান। এক দশক ধরে সন্ত্রাসবাদী হামলার জেরে যেভাবে পাকিস্তানে মৃত্যুর ঘটনা বাড়ছে, তাতে উদ্বিগ্ন সংশ্লিষ্ট মহল।

সর্বশেষ খবর