মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইরানি প্রেসিডেন্টকে রিয়াদ সফরের আমন্ত্রণ সৌদি বাদশাহর

ইরানি প্রেসিডেন্টকে রিয়াদ সফরের আমন্ত্রণ সৌদি বাদশাহর

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। রাইসির ডেপুটি চিফ অব স্টাফ রবিবার রিয়াদে ওই বৈঠকের আমন্ত্রণের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। কয়েক দিন আগে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এর আগে প্রায় সাত বছর সম্পর্ক ছিন্ন ছিল দুই দেশের মধ্যে। গণমাধ্যম আরটি জানিয়েছে, এখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের পরিকল্পনা চলছে। দুই দেশই চায় সব রেষারেষি ভুলে মধ্যপ্রাচ্যে ইরান-সৌদি ঐক্য গড়ে তুলতে। যদিও দুই দেশই তাড়াহুড়া না করে সাবধানে এগোতে চাইছে। ইরানের ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি রবিবার টুইটারে লিখেছেন, বাদশাহ সালমান ইরানের প্রেসিডেন্ট রাইসির কাছে একটি চিঠিতে তাকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন রাইসি। তিনি দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে ইরানের প্রস্তুতির কথা বলেছেন। জামশিদি আরও জানান, ওই চিঠিতে বাদশাহ সালমান সৌদি আরব এবং ইরানকে ভ্রাতৃত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেছেন।

সর্বশেষ খবর