ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গতকাল এক মামলার রায়ে মন্তব্য করে বলেন, সরকারের সমালোচনার অর্থ দেশদ্রোহ নয়। সরকারের সমালোচনা করলে রাষ্ট্রীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে কোনো সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া যায় না। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে দেশটির একটি টিভি চ্যানেল ‘মিডিয়া ওয়ান’-এর লাইসেন্স বাতিল করেছিল কেন্দ্রীয় সরকার। গতকাল সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে দিয়ে ওই মন্তব্য করেন।