বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শস্য আমদানিতে স্লোভাকিয়ার নিষেধাজ্ঞা

পোল্যান্ড এবং হাঙ্গেরির পর এবার ইউক্রেন থেকে খাদ্যশস্য ও অন্যান্য খাদ্যপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানিয়েছে স্লোভাকিয়া। স্থানীয় কৃষি খাতের সুরক্ষায় অভ্যন্তরীণ চাপের মুখে এমন সিদ্ধান্ত নিচ্ছে দেশগুলো। সোমবার স্লোভাকিয়ার কৃষিমন্ত্রী শস্য নিষিদ্ধের এ সিদ্ধান্ত জানান। কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ১৮ মে-তে। তার আগে দিয়ে শস্য রপ্তানিতে পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এল। রাশিয়া এরই মধ্যে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ আর না বাড়ানোর আভাস দিয়েছে। পোল্যান্ড ও হাঙ্গেরি সরকার গত শনিবার নিজেদের কৃষিক্ষেত্রকে বাঁচাতে প্রতিবেশী দেশ ইউক্রেন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ খবর