মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

হংকং বিশ্ববিদ্যালয়ে অনারারি প্রফেসর জ্যাক মা

হংকং বিশ্ববিদ্যালয়ে অনারারি প্রফেসর জ্যাক মা

চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার উদ্যোক্তা জ্যাক মাকে তিন বছরের জন্য অনারারি প্রফেসর নিযুক্ত করার ঘোষণা দিয়েছে হংকং বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়। খবর গ্লোবাল টাইমসের। হংকং বিশ্ববিদ্যালয়ের এ ঘোষণার খবরটি নিশ্চিত করে জ্যাক মা ফাউন্ডেশন জানায়, কাজটি জ্যাক মার উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা ও দর্শনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। চীন সরকারের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্বে অনেকটাই দেশ ছাড়া জ্যাক মা। তবে তার ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, জ্যাক মা ছয় বছরের মতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এ ক্যাম্পাসের প্রতি তার আলাদা ভালোবাসা ও শিক্ষার প্রতি অনুরাগ আছে এবং তিনি সব সময়ই নিজের উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে শেয়ার করে নিতে আগ্রহী। ৩০ বছর পর ক্যাম্পাসে ফিরে তিনি বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মিলে চিন্তাধারায় কাজ করা এবং শিক্ষা ও ব্যবসায়িক উদ্ভাবন নিয়ে গবেষণা চালিয়ে যাবেন।

 গত বছর টোকিও বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলের তেলআবিব বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল জ্যাক মাকে। সেখানে উন্নত কৃষি ও প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে গবেষণার ওপর তার মূল লক্ষ্য ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর