মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

পেরুতে সোনার খনিতে আগুন, নিহত ২৭

পেরুতে সোনার খনিতে আগুন লেগে অন্তত ২৭ শ্রমিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সূত্রের খবর অনুযায়ী, কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা এটি। উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন, আগুন থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সেখানে আর কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় খনি শ্রমিকরা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০ থেকে ১০০ মিটার নিচে কাজ করছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের ছবি ও ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের পাশ থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে। সোনার খনিটি পুনরায় ব্যবহার উপযোগী করতে ৩০ জনের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে রওনা হয়েছে।

 

সর্বশেষ খবর