শুক্রবার, ১২ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিবাহবিচ্ছেদ চাইলেন ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সানা মারিন

বিবাহবিচ্ছেদ চাইলেন ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সানা মারিন

সানা মারিনকে গোটা বিশ্বের মানুষ চেনে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে। তিনি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হন ২০১৯ সালে ৩৪ বছরে। করোনা মহামারি মোকাবিলা এবং দেশের অর্থনীতিকে বাঁচাতে মারিনের ভূমিকা বিশেষ প্রশংসিত হয়েছিল। তবে মাসখানেক আগে তার দল নির্বাচনে হেরে যায়। ফলে তার প্রধানমন্ত্রিত্বও চলে যায়। এর পর তিনি দলের প্রধানের পদ থেকেও পদত্যাগ করেন। এবার তার রেশ পড়ল দাম্পত্য জীবনেও। আনুষ্ঠানিকভাবে স্বামী মার্কাস রাইকোনেনের সঙ্গে নিজের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করছেন সানা। মার্কাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানিয়ে এক বার্তায় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘ ১৯ বছরের বেশি সময় ছিল তাদের এ দাম্পত্য জীবন। তাদের একটি কন্যাসন্তানও আছে। বিচ্ছেদের পরও মার্কাস ও তার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে বলে আশাপ্রকাশ করেছেন সানা মারিন। ২০২০ সালের আগস্ট মাসে মার্কাস রাইকোনেনের সঙ্গে বিয়ে হয় তার।

বর্তমান মারিনের বয়স ৩৭। দাম্পত্য জীবনের পাশাপাশি মারিনের রাজনৈতিক জীবনেও শুরু হয়েছে টানাপোড়েন। এপ্রিল মাসে ফিনল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে মারিনের দল।

 

সর্বশেষ খবর