শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা

নিলামে সবচেয়ে পুরনো হিব্রু বাইবেল

বিক্রি হলো ৩ কোটি ৮১ লাখ ডলারে

নিলামে সবচেয়ে পুরনো হিব্রু বাইবেল

সম্প্রতি বিশ্বের সবচেয়ে পুরনো হিব্রু ভাষায় হাতে লেখা চামড়ায় বাঁধানো একটি বাইবেল নিলামে তোলে বিখ্যাত নিলামি সংস্থা সদবিস। নিউইয়র্ক শহরে আয়োজিত এ নিলামে বাইবেলটি বিক্রি হয়েছে ৩ কোটি ৮১ লাখ ডলারে। বাইবেলটি ১ হাজার ১০০ বছরের পুরনো, যা হিব্রু ভাষায় লেখা হয়েছিল।

বুধবার ৩৮ মিলিয়ন ডলারে বাইবেলটি কিনে নেন আলফ্রেড এইচ মোজেস। তিনি এর আগে রোমানিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলজাজিরার খবরে জানানো হয়েছে, হিব্রু বাইবেলের প্রায় পুরোটাই এই বইতে রয়েছে। মোজেস ‘আমেরিকান ফ্রেন্ডস অব এএনইউ’ জাদুঘরের জন্য এ বাইবেলটি কিনেছেন। ইসরায়েলের রাজধানী তেলআবিবে ইহুদিদের একটি জাদুঘর এটি। বাইবেলটি এখন ওই জাদুঘরের পথে রয়েছে।

মোজেস বলেছেন, হিব্রু বাইবেল হলো পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী বই। ইহুদিদের কাছে এ বই ফিরে যাচ্ছে বলে তিনি আনন্দিত।

সর্বশেষ খবর