শিরোনাম
শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা
ইউক্রেন সংকট

খাদ্যশস্য চুক্তির মেয়াদ বাড়ল

কৃষ্ণসাগরে ইউক্রেনের খাদ্যশস্য চলাচলের চুক্তি আরও দুই মাস বেড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি এবং জাতিসংঘ এ চুক্তির মধ্যস্থতা করছে।

মাসকয়েক আগে এ চুক্তির পুনর্নবীকরণ নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছিল। রাশিয়া জানিয়েছিল, ইউক্রেন এ চুক্তির সুযোগ ব্যবহার করে যুদ্ধকৌশল তৈরি করছে। ফলে রাশিয়া ফের এ চুক্তিতে না-ও যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তুরস্কের মধ্যস্থতায় চুক্তিটির পুনর্নবীকরণ সম্ভব হলো। ইউক্রেন এবং রাশিয়া দুই দেশই চুক্তিতে সই করার কথা স্বীকার করে নিয়েছে। জাতিসংঘের প্রধানও এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

সর্বশেষ খবর