সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

সাগরে ভাসমান শহর বানাচ্ছে সৌদি আরব

সাগরে ভাসমান শহর বানাচ্ছে সৌদি আরব

দেখতে হুবহু কচ্ছপের মতো। সেই অবয়বেই তৈরি হচ্ছে শহর। তবে তা ভাসমান। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া-আসা করবে এই শহর। সেই শহরে লোক বসবাস করবে ৬০ হাজার। প্রায় ২০ কোটি বছর আগের প্যালিওজোয়িক যুগে বিদ্যমান বৃহদাকার মহাদেশ প্যানজিওস-এর নামানুসারে ওই বিশাল আকৃতির ভাসমান শহর (জাহাজ) তৈরি করতে যাচ্ছে সৌদি আরব। বিশেষজ্ঞদের মতে, এটি তৈরি করতে প্রায় ৮ বছরের মতো সময় লাগবে। যেখানে খরচ হবে প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলারের মতো। ১৮০০ ফুট লম্বা ও ২০০০ ফুট চওড়া এই শহরটির নাম দেওয়া হয়েছে প্যানজিওস। জানা গেছে, কচ্ছপের আকারের এই বিশাল জলযানের চারটি পাখনার প্রত্যেকটিতে থাকবে ১৯ ভিলা ও ৬৪ অ্যাপার্টমেন্ট। এ ছাড়াও থাকছে প্রশস্ত রুফটপ বাগান, শপিং মল ও বিচ ক্লাব। বিনা থেমে সারা বিশ্বে ভ্রমণ করবে প্যানজিওস। যার সর্বোচ্চ গতিবেগ হবে ৯.২ কিমি প্রতি ঘণ্টা। এই জলযান প্রয়োজনীয় সব বিদ্যুৎ তৈরি করবে অচিরাচরিত উপায়ে। প্যানজিওসের ওপর অসংখ্য সোলার প্যানেল ও সমুদ্রের ঢেউ থেকেই বিদ্যুৎ তৈরি করা হবে। বলে জানা  গেছে।

 

সর্বশেষ খবর