সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

ঋণখেলাপি এড়াল যুক্তরাষ্ট্র

আপাতত ঋণখেলাপি এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় ঋণসীমা বৃদ্ধিতে একটি সমঝোতায় পৌঁছেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাককার্থি। শনিবার এক বৈঠক শেষে এ বিষয়ে সমঝোতা চুক্তির ঘোষণা দেন তারা। এর আগে কয়েক দিন দফায় দফায় বৈঠক করে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন তারা। অবশেষে জাতীয় ঋণসীমা বৃদ্ধির নির্ধারিত সময় ৫ জুনের আগেই সমঝোতায় পৌঁছালেন বাইডেন ও ম্যাককার্থি। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ঋণসীমা স্থগিত থাকবে। আগামী দুই বছরের বাজেটে ব্যয় কমানো, কভিড তহবিলে থাকা অব্যবহৃত অর্থ অন্য খাতে ব্যবহার, জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি এবং দরিদ্রদের জন্য খাদ্য সহায়তার বিষয়ে সমঝোতা হয়েছে চুক্তিতে। বেসামরিক খাতে ব্যয় ১ শতাংশ হ্রাসের কথাও বলা হয়েছে চুক্তিতে।

টুইটারে এক পোস্টে ম্যাককার্থি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের জন্য মঙ্গলজনক একটি নীতিগত সমঝোতায় পৌঁছাতে পেরেছি আমরা।’ আর প্রেসিডেন্ট বাইডেন এ সমঝোতাকে মার্কিন জনগণের জন্য একটি সুসংবাদ হিসেবেও অভিহিত করেন তিনি। তবে আলোচনায় বড় সাফল্য এলেও ম্যাককার্থি সতর্ক করে বলেছেন, বিলটিতে কংগ্রেসের সমর্থন পেতে এখনো অনেক কাজ করতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন বা ৩১ লাখ ৪০ হাজার কোটি ডলার। ৫ জুনের মধ্যে ঋণসীমা বাড়াতে না পারলে খেলাপি হয়ে পড়বে বিশ্বের শক্তিশালী অর্থনীতির এই দেশটি।

 

 

সর্বশেষ খবর