শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

সবচেয়ে বড় রুবি উঠল নিলামে

সবচেয়ে বড় রুবি উঠল নিলামে

বিশ্বের সবচেয়ে বড় মূল্যবান পাথর রুবির নিলাম অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। নিলামে সর্বোচ্চ দর উঠে ৩৪.৮ মিলিয়ন মার্কিন ডলার। মোজাম্বিকের একটি খনি থেকে মূল্যবান এই পাথরটি পাওয়া গিয়েছিল। মূল্যবান পাথর রুবির নাম ইসত্রেলা ডি ফিউরা। পাথরটির ওজন প্রায় ৫৫.২২ ক্যারেট। বৃহস্পতিবার নিউইয়র্কের সোথবিস ম্যাগনিফিসেন্ট জুয়েলের নিলামে ওঠে এটি। খনি থেকে পাওয়া রুবি-টি সবচেয়ে বড় বলে জানানো হয়েছে। ৩৪.৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে বিক্রির পর পাথরের নিলামে একটি নতুন রেকর্ড তৈরি করেছে। প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে মোজাম্বিকের মন্টেপিউজ রুবি খনি থেকে এটি উত্তোলন করেছিল ফুরা জেমস কোম্পানি। রুক্ষ পাথর থেকে ১০১ ক্যারেটেরে রুবিটি খনন করে সংগ্রহ করা হয়েছিল। এর পরে একটিকে কেটে ও পালিশ করে ৫৫ ক্যারেটের রুপ দেওয়া হয়। পালিশের পর সেটি দেখতে হয়েছিল লাল রঙের। এটিকে ১০০ টুকরো করা হয়েছিল। সেই সময় পাথরটিকে নিলামে তোলা হবে বলে সোথবিসের তরফে ঘোষণা করা হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর