১৪০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখল চীন। এতে দেশটির রাজধানী বেইজিংয়ে নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও ২৭ জন। খবর আলজাজিরার।
জানা গেছে, বেইজিংয়ের উপকণ্ঠে শনিবার থেকে গতকাল সকাল পর্যন্ত ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার (২৯ দশমিক ৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা ১৮৯১ সালের পর সর্বোচ্চ। গতকাল শহরের আবহাওয়া দফতর এ তথ্য নিশ্চিত করেছে। গত ৪০ ঘণ্টায় পুরো জুলাই মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়। ঘূর্ণিঝড় ডকসুরির আঘাতে রাজধানী বেইজিংয়ের আশপাশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়। চীনে আঘাত হানার আগে ফিলিপাইন এবং তাইওয়ানে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ডকসুরি। এতে দুই দেশে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফিলিপাইনে ওই ঝড়ের আঘাতে একজনের মৃত্যু হয়।