ইয়েমেনে কোনো ধরনের বিদেশি হামলার চেষ্টা হলে তার জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরানের আঞ্চলিক সহযোগী হুতি বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনের অধিকারের লড়াইয়ে কোনো পশ্চিমা বা মার্কিন চাপ এবং হুমকির কাছে হার মানবে না। আলজাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় এমন জাহাজকে লক্ষ্যবস্তু করছে লোহিত সাগরে। হুতিদের আনসারুল্লাহ পলিটব্যুরো সদস্য আলী আল-কহুম বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা অন্য কোনো পশ্চিমা শক্তির সামরিক পদক্ষেপ প্রতিহত করতে সব ধরনের প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রস্তুত আছে তারা। লেবাননভিত্তিক আল-মায়াদিন টিভির সঙ্গে শুক্রবার এক সাক্ষাৎকারে আল-কহুম বলেন, কোনো হুমকির মুখে আমরা ফিলিস্তিনের অধিকার আদায়ের লড়াই থেকে সরে যাব না। পাশাপাশি ইসরায়েলে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন এই হুতি নেতা। ইসরায়েলের তেল আবিবে সাংবাদিকদের সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, হুতি বাহিনী হামলা চালাচ্ছে ঠিকই, তবে এর পেছনে রয়েছে ইরান। দেশটি হুতিদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। তিনি বলেন, জ্বালানি এবং পণ্যবাহী জাহাজ চলাচলের অন্যতম পথ লোহিত সাগর। এ পথে নিরাপদে জাহাজ চলাচল হুমকিতে ফেলেছে হুতি বিদ্রোহীরা। বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ লোহিত সাগর এলাকা দিয়ে। এ পথেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরের পণ্য ও জ্বালানি সরবরাহ হয়। লোহিত সাগরে পণ্য ও জ্বালানিবাহী জাহাজে অব্যাহত হামলার প্রেক্ষাপটে নৌপথে পণ্য সরবরাহকারী বিশ্বের অন্যতম বড় দুটি প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে লোহিত সাগরে এসব বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুতি গোষ্ঠী। তারা বেশ কয়েকটি জাহাজ জব্দের চেষ্টাও করেছে ইতোমধ্যে। এর মধ্যে গত নভেম্বরে একটি জাহাজ নিজেদের কবজায় নেয় হুতি যোদ্ধারা। সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে হুতি বিদ্রোহীরা বলেছে, গাজায় ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশ করতে না দিলে, তারাও দেশটিতে জাহাজ যেতে দেবে না। হুতি যোদ্ধাদের হামলা প্রতিহতে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। তারা ইতোমধ্যে হুতিদের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
ইসরায়েলকে হুঁশিয়ারি হুতি বাহিনীর
ইয়েমেনে হামলা হলে কঠিন পরিণতি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর