ইয়েমেনে কোনো ধরনের বিদেশি হামলার চেষ্টা হলে তার জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরানের আঞ্চলিক সহযোগী হুতি বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনের অধিকারের লড়াইয়ে কোনো পশ্চিমা বা মার্কিন চাপ এবং হুমকির কাছে হার মানবে না। আলজাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় এমন জাহাজকে লক্ষ্যবস্তু করছে লোহিত সাগরে। হুতিদের আনসারুল্লাহ পলিটব্যুরো সদস্য আলী আল-কহুম বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা অন্য কোনো পশ্চিমা শক্তির সামরিক পদক্ষেপ প্রতিহত করতে সব ধরনের প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রস্তুত আছে তারা। লেবাননভিত্তিক আল-মায়াদিন টিভির সঙ্গে শুক্রবার এক সাক্ষাৎকারে আল-কহুম বলেন, কোনো হুমকির মুখে আমরা ফিলিস্তিনের অধিকার আদায়ের লড়াই থেকে সরে যাব না। পাশাপাশি ইসরায়েলে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন এই হুতি নেতা। ইসরায়েলের তেল আবিবে সাংবাদিকদের সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, হুতি বাহিনী হামলা চালাচ্ছে ঠিকই, তবে এর পেছনে রয়েছে ইরান। দেশটি হুতিদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। তিনি বলেন, জ্বালানি এবং পণ্যবাহী জাহাজ চলাচলের অন্যতম পথ লোহিত সাগর। এ পথে নিরাপদে জাহাজ চলাচল হুমকিতে ফেলেছে হুতি বিদ্রোহীরা। বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ লোহিত সাগর এলাকা দিয়ে। এ পথেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরের পণ্য ও জ্বালানি সরবরাহ হয়। লোহিত সাগরে পণ্য ও জ্বালানিবাহী জাহাজে অব্যাহত হামলার প্রেক্ষাপটে নৌপথে পণ্য সরবরাহকারী বিশ্বের অন্যতম বড় দুটি প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে লোহিত সাগরে এসব বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুতি গোষ্ঠী। তারা বেশ কয়েকটি জাহাজ জব্দের চেষ্টাও করেছে ইতোমধ্যে। এর মধ্যে গত নভেম্বরে একটি জাহাজ নিজেদের কবজায় নেয় হুতি যোদ্ধারা। সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে হুতি বিদ্রোহীরা বলেছে, গাজায় ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশ করতে না দিলে, তারাও দেশটিতে জাহাজ যেতে দেবে না। হুতি যোদ্ধাদের হামলা প্রতিহতে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। তারা ইতোমধ্যে হুতিদের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
ইসরায়েলকে হুঁশিয়ারি হুতি বাহিনীর
ইয়েমেনে হামলা হলে কঠিন পরিণতি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর