ইয়েমেনে কোনো ধরনের বিদেশি হামলার চেষ্টা হলে তার জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরানের আঞ্চলিক সহযোগী হুতি বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনের অধিকারের লড়াইয়ে কোনো পশ্চিমা বা মার্কিন চাপ এবং হুমকির কাছে হার মানবে না। আলজাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় এমন জাহাজকে লক্ষ্যবস্তু করছে লোহিত সাগরে। হুতিদের আনসারুল্লাহ পলিটব্যুরো সদস্য আলী আল-কহুম বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা অন্য কোনো পশ্চিমা শক্তির সামরিক পদক্ষেপ প্রতিহত করতে সব ধরনের প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রস্তুত আছে তারা। লেবাননভিত্তিক আল-মায়াদিন টিভির সঙ্গে শুক্রবার এক সাক্ষাৎকারে আল-কহুম বলেন, কোনো হুমকির মুখে আমরা ফিলিস্তিনের অধিকার আদায়ের লড়াই থেকে সরে যাব না। পাশাপাশি ইসরায়েলে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন এই হুতি নেতা। ইসরায়েলের তেল আবিবে সাংবাদিকদের সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, হুতি বাহিনী হামলা চালাচ্ছে ঠিকই, তবে এর পেছনে রয়েছে ইরান। দেশটি হুতিদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। তিনি বলেন, জ্বালানি এবং পণ্যবাহী জাহাজ চলাচলের অন্যতম পথ লোহিত সাগর। এ পথে নিরাপদে জাহাজ চলাচল হুমকিতে ফেলেছে হুতি বিদ্রোহীরা। বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ লোহিত সাগর এলাকা দিয়ে। এ পথেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরের পণ্য ও জ্বালানি সরবরাহ হয়। লোহিত সাগরে পণ্য ও জ্বালানিবাহী জাহাজে অব্যাহত হামলার প্রেক্ষাপটে নৌপথে পণ্য সরবরাহকারী বিশ্বের অন্যতম বড় দুটি প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে লোহিত সাগরে এসব বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুতি গোষ্ঠী। তারা বেশ কয়েকটি জাহাজ জব্দের চেষ্টাও করেছে ইতোমধ্যে। এর মধ্যে গত নভেম্বরে একটি জাহাজ নিজেদের কবজায় নেয় হুতি যোদ্ধারা। সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে হুতি বিদ্রোহীরা বলেছে, গাজায় ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশ করতে না দিলে, তারাও দেশটিতে জাহাজ যেতে দেবে না। হুতি যোদ্ধাদের হামলা প্রতিহতে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। তারা ইতোমধ্যে হুতিদের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
শিরোনাম
- অক্টোবরের শুরুতেই চার দিনের সরকারি ছুটি
- ম্যাচ হারা নিয়ে যা বললেন লিটন
- রাজধানীতে চুরি হওয়া ২৫ লাখ টাকা উদ্ধার, যুবক গ্রেফতার
- কাতারে হামাস নেতাদের হত্যায় স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানায় মোসাদ
- অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, দুই ছিনতাইকারী জীবিত নেই
- চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, চারজন গ্রেফতার
- মাদ্রিদে বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৫
- সাদাপাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেফতার
- এনসিএল টি-টোয়েন্টি শুরু হচ্ছে আজ
- ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন কুষ্টিয়ায়
- কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো
- সেই ফারিয়াসহ তিনজন কারাগারে
- মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ৩ বাংলাদেশি আলেম
- জাকের-শামিমের লড়াকু ইনিংসও রক্ষা করতে পারলো না বাংলাদেশকে
- শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
- এমবাপের জোড়া গোল, রিয়াল মাদ্রিদের চতুর্থ টানা জয়
- বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই
- ওমানে দেওয়াল ধসে ফটিকছড়ির ঠিকাদারের মৃত্যু
- নিজের দেশে ফিরে যাও: যুক্তরাজ্যে শিখ নারীকে ধর্ষণের পর বর্ণবাদী মন্তব্য
- যারা নির্বাচিত হননি তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: জিএস মাজহারুল
ইসরায়েলকে হুঁশিয়ারি হুতি বাহিনীর
ইয়েমেনে হামলা হলে কঠিন পরিণতি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম