ইয়েমেনে কোনো ধরনের বিদেশি হামলার চেষ্টা হলে তার জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরানের আঞ্চলিক সহযোগী হুতি বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনের অধিকারের লড়াইয়ে কোনো পশ্চিমা বা মার্কিন চাপ এবং হুমকির কাছে হার মানবে না। আলজাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় এমন জাহাজকে লক্ষ্যবস্তু করছে লোহিত সাগরে। হুতিদের আনসারুল্লাহ পলিটব্যুরো সদস্য আলী আল-কহুম বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা অন্য কোনো পশ্চিমা শক্তির সামরিক পদক্ষেপ প্রতিহত করতে সব ধরনের প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রস্তুত আছে তারা। লেবাননভিত্তিক আল-মায়াদিন টিভির সঙ্গে শুক্রবার এক সাক্ষাৎকারে আল-কহুম বলেন, কোনো হুমকির মুখে আমরা ফিলিস্তিনের অধিকার আদায়ের লড়াই থেকে সরে যাব না। পাশাপাশি ইসরায়েলে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন এই হুতি নেতা। ইসরায়েলের তেল আবিবে সাংবাদিকদের সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, হুতি বাহিনী হামলা চালাচ্ছে ঠিকই, তবে এর পেছনে রয়েছে ইরান। দেশটি হুতিদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। তিনি বলেন, জ্বালানি এবং পণ্যবাহী জাহাজ চলাচলের অন্যতম পথ লোহিত সাগর। এ পথে নিরাপদে জাহাজ চলাচল হুমকিতে ফেলেছে হুতি বিদ্রোহীরা। বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ লোহিত সাগর এলাকা দিয়ে। এ পথেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরের পণ্য ও জ্বালানি সরবরাহ হয়। লোহিত সাগরে পণ্য ও জ্বালানিবাহী জাহাজে অব্যাহত হামলার প্রেক্ষাপটে নৌপথে পণ্য সরবরাহকারী বিশ্বের অন্যতম বড় দুটি প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে লোহিত সাগরে এসব বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুতি গোষ্ঠী। তারা বেশ কয়েকটি জাহাজ জব্দের চেষ্টাও করেছে ইতোমধ্যে। এর মধ্যে গত নভেম্বরে একটি জাহাজ নিজেদের কবজায় নেয় হুতি যোদ্ধারা। সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে হুতি বিদ্রোহীরা বলেছে, গাজায় ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশ করতে না দিলে, তারাও দেশটিতে জাহাজ যেতে দেবে না। হুতি যোদ্ধাদের হামলা প্রতিহতে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। তারা ইতোমধ্যে হুতিদের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
ইসরায়েলকে হুঁশিয়ারি হুতি বাহিনীর
ইয়েমেনে হামলা হলে কঠিন পরিণতি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর