প্রশাসন ও ক্ষমতাসীনরা কোমর বেঁধেই মাঠে নেমেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক প্রার্থীরা যেন কোনোভাবেই না জিততে পারেন। কিন্তু ভোট গণনায় দেখা যাচ্ছে তাদের সেই প্রস্তুতি ও পরিকল্পনা কোনোটাই কাজে আসছে না। ইমরানের সমর্থক প্রার্থীরা যোজন যোজন দূর এগিয়ে রয়েছে। এরপরই শুরু হয় প্রশাসনের ‘খেলা’। ইমরান খানের স্বতন্ত্র প্রার্থীদের জয়ী ঘোষণা হওয়ার পরও রাতারাতি তাদের পরাজিত বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। এদিকে সংশ্লিষ্ট আসনগুলোতে রাতারাতি জয়ী ঘোষণা করা হচ্ছে নওয়াজ শরিফের পিএমএল-এন দলের প্রার্থীদের। এহেন পরিস্থিতিতে পাকিস্তানজুড়ে দুই দলের সমর্থকদের মধ্যেই শুরু হয়েছে উত্তেজনা। তারপরও গতকাল রাত পর্যন্ত ইমরানের প্রার্থীরাই এগিয়ে ছিলেন। এ অবস্থায় পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, যেসব আসনে ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছিলেন, সেখানে রাতারাতি গণনা বদলে গিয়েছে। সংশ্লিষ্ট আসনগুলোতেই নওয়াজ শরিফের প্রার্থীদের জয়ী ঘোষণা করা হচ্ছে। প্রায় ১৫০ আসলে ইমরান খান সমর্থিক প্রার্থীদের জয় প্রায় নিশ্চিত ছিল কিন্তু রাতারাতি সব বদলে এবার নওয়াজ শরিফের দলের প্রার্থীদের এগিয়ে রাখা হয়েছে। গোটা ঘটনা নিয়ে পাকিস্তানের বিভিন্ন এলাকায় উত্তেজনা শুরু হয়েছে। পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পিটিআই কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে, উত্তেজিত জনতার ওপর টিয়ার গ্যাস চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তবে ইমরান খান কারাগারে থাকা সত্ত্বেও তাঁর দল সমর্থিত প্রার্থীদের জয় পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তেজিত করে তুলতে পারে; যা সামলানো সেনার পক্ষেও বেশ জটিল হয়ে পড়বে।
শিরোনাম
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
জয়ী প্রার্থী মুহূর্তে পরাজিত পাকিস্তানে অদ্ভুত ভোট গণনা
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর