প্রশাসন ও ক্ষমতাসীনরা কোমর বেঁধেই মাঠে নেমেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক প্রার্থীরা যেন কোনোভাবেই না জিততে পারেন। কিন্তু ভোট গণনায় দেখা যাচ্ছে তাদের সেই প্রস্তুতি ও পরিকল্পনা কোনোটাই কাজে আসছে না। ইমরানের সমর্থক প্রার্থীরা যোজন যোজন দূর এগিয়ে রয়েছে। এরপরই শুরু হয় প্রশাসনের ‘খেলা’। ইমরান খানের স্বতন্ত্র প্রার্থীদের জয়ী ঘোষণা হওয়ার পরও রাতারাতি তাদের পরাজিত বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। এদিকে সংশ্লিষ্ট আসনগুলোতে রাতারাতি জয়ী ঘোষণা করা হচ্ছে নওয়াজ শরিফের পিএমএল-এন দলের প্রার্থীদের। এহেন পরিস্থিতিতে পাকিস্তানজুড়ে দুই দলের সমর্থকদের মধ্যেই শুরু হয়েছে উত্তেজনা। তারপরও গতকাল রাত পর্যন্ত ইমরানের প্রার্থীরাই এগিয়ে ছিলেন। এ অবস্থায় পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, যেসব আসনে ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছিলেন, সেখানে রাতারাতি গণনা বদলে গিয়েছে। সংশ্লিষ্ট আসনগুলোতেই নওয়াজ শরিফের প্রার্থীদের জয়ী ঘোষণা করা হচ্ছে। প্রায় ১৫০ আসলে ইমরান খান সমর্থিক প্রার্থীদের জয় প্রায় নিশ্চিত ছিল কিন্তু রাতারাতি সব বদলে এবার নওয়াজ শরিফের দলের প্রার্থীদের এগিয়ে রাখা হয়েছে। গোটা ঘটনা নিয়ে পাকিস্তানের বিভিন্ন এলাকায় উত্তেজনা শুরু হয়েছে। পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পিটিআই কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে, উত্তেজিত জনতার ওপর টিয়ার গ্যাস চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তবে ইমরান খান কারাগারে থাকা সত্ত্বেও তাঁর দল সমর্থিত প্রার্থীদের জয় পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তেজিত করে তুলতে পারে; যা সামলানো সেনার পক্ষেও বেশ জটিল হয়ে পড়বে।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
জয়ী প্রার্থী মুহূর্তে পরাজিত পাকিস্তানে অদ্ভুত ভোট গণনা
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর