প্রশাসন ও ক্ষমতাসীনরা কোমর বেঁধেই মাঠে নেমেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক প্রার্থীরা যেন কোনোভাবেই না জিততে পারেন। কিন্তু ভোট গণনায় দেখা যাচ্ছে তাদের সেই প্রস্তুতি ও পরিকল্পনা কোনোটাই কাজে আসছে না। ইমরানের সমর্থক প্রার্থীরা যোজন যোজন দূর এগিয়ে রয়েছে। এরপরই শুরু হয় প্রশাসনের ‘খেলা’। ইমরান খানের স্বতন্ত্র প্রার্থীদের জয়ী ঘোষণা হওয়ার পরও রাতারাতি তাদের পরাজিত বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। এদিকে সংশ্লিষ্ট আসনগুলোতে রাতারাতি জয়ী ঘোষণা করা হচ্ছে নওয়াজ শরিফের পিএমএল-এন দলের প্রার্থীদের। এহেন পরিস্থিতিতে পাকিস্তানজুড়ে দুই দলের সমর্থকদের মধ্যেই শুরু হয়েছে উত্তেজনা। তারপরও গতকাল রাত পর্যন্ত ইমরানের প্রার্থীরাই এগিয়ে ছিলেন। এ অবস্থায় পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, যেসব আসনে ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছিলেন, সেখানে রাতারাতি গণনা বদলে গিয়েছে। সংশ্লিষ্ট আসনগুলোতেই নওয়াজ শরিফের প্রার্থীদের জয়ী ঘোষণা করা হচ্ছে। প্রায় ১৫০ আসলে ইমরান খান সমর্থিক প্রার্থীদের জয় প্রায় নিশ্চিত ছিল কিন্তু রাতারাতি সব বদলে এবার নওয়াজ শরিফের দলের প্রার্থীদের এগিয়ে রাখা হয়েছে। গোটা ঘটনা নিয়ে পাকিস্তানের বিভিন্ন এলাকায় উত্তেজনা শুরু হয়েছে। পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পিটিআই কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে, উত্তেজিত জনতার ওপর টিয়ার গ্যাস চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তবে ইমরান খান কারাগারে থাকা সত্ত্বেও তাঁর দল সমর্থিত প্রার্থীদের জয় পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তেজিত করে তুলতে পারে; যা সামলানো সেনার পক্ষেও বেশ জটিল হয়ে পড়বে।
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ