ভারতের মহারাষ্ট্র রাজ্যে ফের সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএ, যা ‘মহাহুতি জোট’ নামেও পরিচিত। এই জোটের অন্য শরিক দলগুলো হলো শিবসেনা (একনাথ শিন্ডে) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (অজিত পাওয়ার গোষ্ঠী)। মহারাষ্ট্রে মোট ২৮৮টি বিধানসভা আসন রয়েছে। ম্যাজিক ফিগার অর্থাৎ সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৫ আসন। এর মধ্যে এনডিএ জোট ইতোমধ্যেই ১২৬ আসনে জয় পেয়েছে, এগিয়ে রয়েছে আরও ১০৫ আসনে।
অন্যদিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (‘মহা বিকাশ আঘারী’ নামেও পরিচিত) জয় পেয়েছে ২১ আসনে, এগিয়ে রয়েছে আরও ২৯ আসনে। বিরোধী জোটের শরিক দলগুলো হলো- কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার গোষ্ঠী), সমাজবাদী পার্টি, সিপিআইএম প্রমুখ। গতকাল সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। বেলা বাড়তেই গণনার চিত্রটা পরিষ্কার হতে থাকে। গত বুধবার রাজ্যটিতে ভোট নেওয়া হয়। ভোট শেষে বিভিন্ন বুথ-ফেরত জরিপেও এমনটাই ইঙ্গিত মিলেছিল। জয়ী প্রার্থীদের মধ্যে অন্যতম রাজ্যটির মুখ্যমন্ত্রী ও শিবসেনা প্রার্থী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী ও বিজেপি প্রার্থী দেবেন্দ্র ফড়ণাবীশ, উপমুখ্যমন্ত্রী ও এনসিপি প্রার্থী অজিত পাওয়ার, এনসিপি প্রার্থী ছগন ভুজবল, বিজেপি প্রার্থী রাহুল নারবেকার প্রমুখ। পরাজিতদের মধ্যে রয়েছেন রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী কংগ্রেসের পৃথ্বীরাজ চৌহান। অন্যদিকে ঝাড়খন্ডে ক্ষমতা দখলের পথে ক্ষমতাসীন জোট ‘ইন্ডিয়া’। ‘ঝাড়খন্ড মুক্তি মোর্চা’ (জেএমএম) নেতৃত্বাধীন জোটের অন্য শরিক দলগুলো হলো কংগ্রেস এবং ‘রাষ্ট্রীয় জনতা দল’ (আরজেডি)। এ রাজ্যে মোট বিধানসভার আসন ৮১টি। দুইটি দফায় গত ১৩ নভেম্বর এবং ২০ নভেম্বর এই আসনগুলোতে ভোট নেওয়া হয়। এ রাজ্যে ম্যাজিক ফিগার ৪১। সেখানে ‘ইন্ডিয়া’ জোট জয়ী হয়েছে ২৫টিতে, এগিয়ে রয়েছে আরও ৩২ আসনে।
বিজেপি নেতৃত্বাধীন বিরোধী জোট ‘জাতীয় গণতান্ত্রিক অ্যালায়েন্স’ (এনডিএ)-এর প্রার্থীরা ৭ আসনে জয়ী হয়েছেন, এগিয়ে রয়েছেন আরও ১৬ আসনে। এ রাজ্যটিতে জয়ী প্রার্থীদের মধ্যে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেএমএম প্রার্থী হেমন্ত সোরেন, জেএমএম প্রার্থী বসন্ত সোরেন।
উপনির্বাচনের ফলাফল : মহারাষ্ট্র ও ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনের পাশাপাশি পশ্চিমবঙ্গসহ ১৪টি রাজ্যের ৪৮টি বিধানসভা কেন্দ্র ও দুইটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে দুইটি লোকসভার আসন ছিল কেরালা এবং মহারাষ্ট্রে। বিধানসভার আসনগুলো ছিল- উত্তরপ্রদেশে ৯টি, রাজস্থানে ৭টি, পশ্চিমবঙ্গে ৬টি, আসামে ৫টি, বিহারে ৪টি, পাঞ্জাবে ৪টি, কর্নাটকে ৩টি, মধ্যপ্রদেশে দুইটি, কেরালায় দুইটি, সিকিমে দুইটি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী) এবং ছত্তিশগড়, গুজরাট, মেঘালয়, উত্তরাখন্ডে একটি। শেষ খবর পাওয়া পর্যন্ত এই উপনির্বাচনগুলোতে সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছেন বিজেপির প্রার্থীরা।