মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্কোরেজে গতকাল বাংলাদেশ সময় গভীর রাতে বৈঠক হওয়ার কথা ছিল। এদিকে, বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার প্রায় অপরিবর্তিত অবস্থায় লেনদেন শেষ করেছে। তবে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের আগের দিন তেলের দাম তীব্রভাবে বেড়েছে। নেতিবাচক সূচনার পর, জুলাই মাসের পাইকারি মূল্যসূচক প্রকাশের পর প্রধান মার্কিন সূচকগুলো ধীরে ধীরে সমতা ফিরে পায়। উৎপাদক মূল্যসূচক (পিপিআই) মাসওয়ারি ভিত্তিতে ০.৯ শতাংশ বেড়েছে। যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। এর আগে প্রকাশিত ভোক্তা মূল্যসূচক তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক নর্থলাইট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ক্রিস জাকারেলি বলেন, আজ সকালে উৎপাদক মূল্যসূচকের বড় উল্লম্ফন দেখাচ্ছে যে মুদ্রাস্ফীতি অর্থনীতির ভিতরে ছড়িয়ে পড়ছে, যদিও তা এখনো ভোক্তাদের কাছে তেমনভাবে অনুভূত হয়নি। তিনি বলেন, এটি সম্ভবত আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর বিষয়ে থাকা নিশ্চিত আশাবাদকে দ্বিধায় ফেলে দেবে। এদিকে, ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। -রয়টার্স
ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন, পুতিন ট্রাম্পকে চাপ দিয়ে ইউক্রেনের ওপর সমঝোতা চাপিয়ে দিতে পারেন। তবে তেল ব্যবসায়ীদের শঙ্কা অন্য জায়গায়।