ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ছয় ‘জঙ্গি’ এবং এক ধর্মীয় নেতাকে হত্যার দায়ে এক কুর্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গতকাল এদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যোগসাজশ থাকা একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের ছয়জনের মৃত্যুদণ্ড গতকাল সকালে খুজেস্তানে কার্যকর হয়েছে। ‘ওই সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে হত্যা এবং খোররামশহরে বোমাবর্ষণসহ একাধিক সহিংস ঘটনার দায় স্বীকার করেছিল,’ বলেছে তারা। এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি মেহের। মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের নাম-পরিচয়ও বলেনি। ধর্মীয় নেতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুর্দিকে ইরানি গণমাধ্যম ‘সন্ত্রাসী’ আখ্যা দিলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে ইরানের লোরেস্তান প্রদেশে একটি উদ্ধারকারী হেলিকপ্টার উদ্ধার অভিযান পরিচালনার সময় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। ওই প্রদেশের রেড ক্রিসেন্টের মহাপরিচালক আলী মোহাম্মদী এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে ইরানের জাতীয় টিভির সঙ্গে কথা বলার সময় আলী মোহাম্মদী বলেন, ‘হেলিকপ্টারটি কেরমানশাহ প্রদেশের ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির।
শুক্রবার দুপুরে লোরেস্তান প্রদেশের আজনা কাউন্টির একটি পাহাড়ি এলাকায় সাহায্য চেয়েছিলেন একজন পর্বতারোহী।’
মোহাম্মদী বলেন, ‘মূলত একজন হারিয়ে যাওয়া নারীকে উদ্ধার করতেই অভিযান চালায় হেলিকপ্টারটি। পরে ওই এলাকায় অবতরণের চেষ্টা করার সময় সেটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হন এবং উদ্ধারকারী দলের কয়েকজন সদস্য আহত হন।’ স্থানীয় একজন কর্মকর্তা মেহরকে জানিয়েছেন, দুর্ঘটনার পর ১০ জনের একটি উদ্ধারকারী দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। হেলিকপ্টারটিতে চারজন ক্রু সদস্য এবং উদ্ধারকারী দলের পাঁচজন সদস্য ছিলেন। -মেহের নিউজ