সরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে তরুণদের নেতৃত্বে মরোক্কোর বিভিন্ন শহরে শুক্রবার টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভের আহ্বান জানিয়েছে অনলাইনভিত্তিক সংগঠন জেন-জি ২১২। বিক্ষোভটির আয়োজকদের পরিচয় এখনো জানা যায়নি। বিক্ষোভকারীরা সংস্কারের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।
রাবাতের সংসদ ভবনের সামনে জড়ো হওয়া বেশ কয়েকজন বিক্ষোভকারীর হাতে ধরা একটি পোস্টারে লেখা ছিল-‘আমাদের কণ্ঠরোধ করা যাবে না।’
এএফপির সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আগাদির, কাসাব্লাঙ্কা ও ট্যাঞ্জিয়ারেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী আজিজ আখানুছের পদত্যাগ দাবি করেছে। আজিজ আখানুছের মেয়াদ শেষ হবে আগামী বছর।
সাধারণত স্থিতিশীল মরোক্কোতে এই প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গত মাসে আগাদিরের একটি সরকারি হাসপাতালে আটজন গর্ভবতীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে আন্দোলন তীব্র হয়। জেন-জি ২১২, যেটি চ্যাট প্ল্যাটফর্ম ডিসকর্ডে সেপ্টেম্বরের মাঝামাঝি গঠিত হয়। -এএফপি
এর নামকরণ করা হয়েছে ১৯৯০-এর শেষ থেকে ২০১০-এর দশকের শুরুতে জন্ম নেওয়া প্রজন্ম এবং মরোক্কোর আন্তর্জাতিক ফোন কোড+২১২-এর উল্লেখ করে। এই সংগঠনের নেতৃত্বে কে আছেন, তা এখনো জানা যায়নি। তবে এর সদস্য সংখ্যা ইতোমধ্যেই ডিসকর্ডে প্রায় ১ লাখে পৌঁছেছে। শুক্রবার জেন-জি ২১২ আবারও সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকতে এবং সহিংসতা, দাঙ্গা বা সরকারি ও বেসরকারি সম্পদের ধ্বংস থেকে বিরত থাকার জন্য আহ্বান জানায়। তারা বুধবার তিনজনের মৃত্যুর ঘটনায় আহত ও নিহতদের প্রতি শোক প্রকাশের প্রতীক হিসেবে বিক্ষোভকারীদের কালো পোশাক পরার অনুরোধ করেন। দেশটির সরকার জানিয়েছে, আগাদিরের কাছে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়ে হামলার চেষ্টা করার সময় ওই তিনজন নিহত হন। যদিও কোথাও কোথাও সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এএফপির সাংবাদিক ও গণমাধ্যম বলছে, বৃহস্পতি ও শুক্রবারের বিক্ষোভগুলো বেশির ভাগই শান্তিপূর্ণ ছিল।
২০ বছর বয়সি ইয়াসের জানান, তিনি রাবাতে ‘দুর্নীতির বিরুদ্ধে এবং শিক্ষা ও হাসপাতালের সংস্কারের দাবি’তে বিক্ষোভ করছেন। তিনি বলেন, ‘হাইস্কুলে ভালো শিক্ষা না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ে আমি সমস্যায় পড়ছি।’ শুক্রবার জেন-জি ২১২ একটি বার্তায় রাজা ষষ্ঠ মোহাম্মদকে উদ্দেশ্য করে সরকারের বরখাস্তের আহ্বান জানালেও পরে তারা জানায় যে, বার্তাটি ‘চূড়ান্ত’ ছিল না। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শুক্রবার বলেছে, তারা ‘জনজীবনে তরুণদের অংশগ্রহণের গুরুত্বকে স্বীকৃতি দেয়’। ইইউ সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।