সৌদি আরব বিশ্বে প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত একটি ক্লিনিক চালু করেছে, যা ভবিষ্যতের স্বাস্থ্যসেবার সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করতে পারে। এই ক্লিনিকটি এপ্রিলে চালু হয়েছে। এটি চীনের সাংহাইভিত্তিক মেডিকেল টেকনোলজি কোম্পানি সিনি এআই এবং স্থানীয় আলমুসা হেলথ গ্রুপের যৌথ উদ্যোগে তৈরি। পূর্বাঞ্চলীয় আল আহসা অঞ্চলে অবস্থিত এই পরীক্ষামূলক প্রকল্পে ডা. হুয়া নামের একটি এআইচালিত ভার্চুয়াল ডাক্তার রয়েছে, যা ইন্টারঅ্যাকটিভ পরামর্শের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে রোগ নির্ণয় ও চিকিৎসার পরামর্শ দিতে সক্ষম।
যদিও এআই নিজে থেকেই চিকিৎসা পরিকল্পনা তৈরি করে। তবে প্রতিটি পরিকল্পনা একজন লাইসেন্সপ্রাপ্ত মানব ডাক্তারের দ্বারা পর্যালোচনা ও অনুমোদিত হয়।
এই হাইব্রিড মডেলটি এআই’র দক্ষতা এবং মানুষের তত্ত্বাবধানের নিরাপত্তা ও নির্ভুলতা নিশ্চিত করতে তৈরি করা হয়েছে। সিনি এআই’র সিইও ঝাং শাওডিয়ান বলেন, এআই এতদিন ডাক্তারদের সহায়তা করেছে, কিন্তু এখন আমরা সেই চূড়ান্ত ধাপে পৌঁছেছি। যেখানে এআই সরাসরি রোগ নির্ণয় ও চিকিৎসা করতে পারছে। -এনডিটিভি