ভারতের গুজরাটের ভদোদরা জেলায় সেতু ভেঙে পাঁচটি গাড়ি নদীতে পড়ে যাওয়ার কারণে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে আরও কয়েকজনকে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
ভদোদরা এবং আনন্দ- এ দুই জেলাকে সংযুক্তকারী গম্ভীরা সেতু গতকাল সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ পাদরা এলাকায় ভেঙে পড়ার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা বলে জানা গেছে। নদীর মাঝ বরাবর অংশে ওই সেতুর একটি কংক্রিটের স্লাব ভেঙে যাওয়ার কারণে চলন্ত গাড়িগুলো সেতু থেকে সরাসরি নদীর পানিতে গিয়ে পড়ে।
এদিকে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান রাজস্থানের চুরু জেলায় রুটিন প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয়েছে। গতকাল দুপুরে ভানোদা গ্রামের একটি কৃষিজমিতে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। এ দুর্ঘটনায় দুই পাইলটই নিহত হয়েছেন। বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাজস্থানের চুরু জেলার কাছে একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান রুটিন প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে।