ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চল। সোমবার রাতে শুরু হওয়া এ বৃষ্টিতে নিউইয়র্ক ও নিউ জার্সি আকস্মিক বন্যায় প্লাবিত হয়। যার ফলে যানবাহন রাস্তাঘাটে আটকা পড়ে, সাবওয়ে লাইন বন্ধ হয়ে যায়। ফলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। নিউ জার্সি, নিউইয়র্ক, পেনসিলভানিয়া এবং আশপাশের কিছু অংশে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। কারণ এ অঞ্চলের মধ্য দিয়ে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। নিউ জার্সির গভর্নর ফিল মারফি আকস্মিক বন্যা এবং ভারী বৃষ্টিপাতের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মানুষকে ঘরে থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছেন। সিবিএসের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিওতে দেখা গেছে, বন্যার পানি নিউ জার্সির স্কচ প্লেইনসে একটি প্রধান সড়ক পথ বন্ধ করে দিয়েছে। -এপি