পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক ভারতবিরোধী মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, পাকিস্তানের উচিত উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকা।
ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে একের পর এক যুদ্ধোন্মাদ, বিদ্বেষপূর্ণ এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের খবর দেখছি। এটা তাদের পুরোনো কৌশল নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে ভারতবিরোধী বক্তব্য দেওয়া।’
পাকিস্তান সেনাপ্রধানকে উদ্দেশ করে জয়সোয়াল আরও বলেন, ‘পাকিস্তানের উচিত ভাষা সংযত করা, কারণ যে কোনো ভুল পদক্ষেপের পরিণতি অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে পারে যার উদাহরণ আমরা সম্প্রতি দেখেছি।’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় এক বক্তব্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেন, ‘ভবিষ্যতের যুদ্ধে পাকিস্তান যদি অস্তিত্বের হুমকির মুখে পড়ে, তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না।’ তিনি ভারতের সিন্ধু নদে বাঁধ নির্মাণ পরিকল্পনা নিয়েও হুঁশিয়ারি দেন। আসিম মুনির বলেন, ‘আমরা অপেক্ষা করব, তারা যখন বাঁধ নির্মাণ শেষ করবে, তখন ১০টি মিসাইল দিয়ে তা ধ্বংস করে দেব। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়।’ এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে স্পষ্ট করে দেয় পাকিস্তানের মতো একটি দেশে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ কতটা দুর্বল, যেখানে সামরিক বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে হাত মিলিয়ে কাজ করে।’-এনডিটিভি